‘# ভালোবাসার_অধরা_মেঘ ’’
...........
: ভালো আছিস...
:- এইতো যেভাবে রেখে গিয়েছিলি
তেমনই আছি,
: এতোটা পাগলামি করিস কেন অধরা ?
:- ভালোবাসি বলে,
: এতোটা ভালোবাসতে তোকে কে
বলছে,কষ্ট পাওয়ার জন্য এমন করিস তাই না ?
:- তুই দিতে পারলে,আমি পেতে পারবো না কেন ?
: তুই জানিস আমি অন্য কাউকে ভালোবাসি তারপরও
এমন করিস কেন ?
তুই সব সময় আমার ভালো বন্ধু ছিলি আর থাকবি...
: - সেটাইবা কম কি মেঘ?
তুই যে আমায় বন্ধু ভাবিস সেটা আমার কাছে অনেক কিছু...
আচ্ছা যা আজ থেকে আমিও বন্ধু ভাববো...
: এইতো লক্ষী মেয়ে...
এমনি শেষবারের মত কথা হয় মেঘ আর অধরার ...
অধরা বারান্দায় দাড়িয়ে আছে আর এইসব হিবিজিবি ভাবছে...
মেয়েটা অসম্ভব রকম ভালোবাসে মেঘ কে... কিভাবে যেন কি হয়ে গেল,
বন্ধুত্বের মাঝে ভালোবাসা এসে সব থামিয়ে দিলো...
একটা সময় ছিলো মেঘ আর অধরার এর বন্ধুত্বদেখে সবাই ভাবতো,
ওদের মাঝে অন্য কোন সম্পর্ক আছে...
অধরা ভাবতো মেঘই ওকে প্রপোস করবে তাই কখনো বলা হয় নি,
হঠাৎ করে মেঘ একদিন বলে ওদের পাশের পাড়ার এক মেয়েকে নাকি ও অনেক ভালোবাসে,
মেয়েটাও নাকি বাসে...
সেদিন অধরা ওর মনের কথা বলে এতো
কেঁদেছে মেঘ বার বার বন্ধুত্বের দোহাই
দিয়ে সব স্তব্ধ করে দিয়েছিল...
অধরা চোখ মুছে...
আজ দু'মাস হয়ে গেল কিন্তু প্রতিটা দিন এই ছেলেটার কথা ভেবে অনেক কেঁদেছে
অধরা..
বারান্দা থেকে রুমে সে দেখে মেঘ ২৭বার ফোন করেছে...
অধরার এর বুকটা কেঁপে উঠেছে...
এতোবার কল করার তো কথা না,
তাড়াতাড়ি মেঘকে কল ব্যাক করে .....
: - সরি বন্ধু বারান্দায় ছিলাম,তাই রিসিভ করতে পারি নি...
কি হয়েছে তোর ?
: কিছু না... একটু দেখা করতে পারবি ?
: - হ্যা, কোথায় আসবো বল...
: তোর সেই প্রিয় জায়গাটাই ...
তাড়াতাড়ি রেডী হয়ে যায় অধরা,
মেঘ আগেই এসে বসে আছে,
:- কিরে চেহারর কি অবস্থা করে রেখেছিস ?
গার্লফ্রেন্ড কি তোকে জিরো ফিগার
বানাতে বলছে যে,
না খেয়ে খেয়ে শরীরে এই অবস্থা
করছিস ??
: মজা করিস না প্লীজ
:- কি হয়েছে বল ?
: ব্রেকআপ করেছি,
ওর নাকি আমার মতো ছেলে দরকার নাই,
তাই নিজে থেকে চলে এসেছি...
:- তো কি হয়েছে?
আমি কি মরে গেছি...
এতো ভালো বন্ধুটাকে ভুলে গেলি এই
ভাবে ?
আমি সব সময় তোর পাশে আছি...
: আমায় ক্ষমা করে দিস অধরা,
তোকে অনেক কষ্ট দিছি...
:- ক্ষমা তাকে করে যাকে দোষী বলা হয়, তুই আমার কাছে অনেক কিছু...
যাই হোক যা হয়েছে সব ভুলে যা,
আর নিজেকে নিয়ে ভাব...
আবার অগের মতো হয়ে যায় সব কিছু,
মেঘ আর অধরা আবার আগের মত মিশতে শুরু করে...
আজ পহেলা বৈশাখ...
অধরা বুঝে গেছে এই গাধাটা জীবনেও ওকে প্রোপস করবে না...
তাই মনে মনে ভেবে রেখেছে আজ
মেঘকে আবার নতুন করে চাইবে...
তাই সেই বসন্তী সাজে সেজে বের
হয়েছে অধরা,
মেঘ কে বলেছে নীল রঙের শার্টটা পরে আসতে...
ওরা দু’জন পাশাপাশি হাঁটছে...
হঠাৎ অধরা মেঘের সামনে এসে দাড়ায়...
:- আমায় কেমন লাগছে ?
: সুন্দর...
:- শুধু সুন্দর
: না,অনেক সুন্দর...
: মেঘ আমাকে ভালোবাসবি ?
আমি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না...
মেঘ - তুই তো জানিস...
...... কথা শেষ করার আগে মেঘের মুখ চেপে ধরে অধরা...
:- আমাকে কিছু জানতে হবে না,
শুধু জানতে চাইছি ভালোবাসবি কি না...
: তোর হাতটা দে...
...... হাত ধরে হাঁটছে দু’টি স্বপ্নিল প্রজাপতি...
মেঘ কিছু না বলেও সব বলে দিয়েছে...
...... আর ভালোবাসার স্পর্শ পেয়ে অধরার চোখ ভিজে গেছে...
:- মেঘ আমাকে কখনো ছেড়ে যাবি না
তো ?
সত্যি মরে যাবো...
: চুপ, পঁচা মেয়ে... :)
তুই মরার আগে আমি মরে যাবো...
...... আর কিছু বলে না কেউই...
হাত ধরে দু’জন হাঁটতে থাকে অজানার দিকে...
(বিঃদ্রঃ -আমাদের জীবনের সত্যিকারের ভালোবাসাগুলো আমাদের আশেপাশেই থাকে,
শুধু ভালোবাসার চোখ দিয়ে খুঁজে নিতে হয়......)
-------------------------------------------------------------------------------
লেখাঃ Prince Tuhin
Admin: শুধু তোর জন্য
...........
: ভালো আছিস...
:- এইতো যেভাবে রেখে গিয়েছিলি
তেমনই আছি,
: এতোটা পাগলামি করিস কেন অধরা ?
:- ভালোবাসি বলে,
: এতোটা ভালোবাসতে তোকে কে
বলছে,কষ্ট পাওয়ার জন্য এমন করিস তাই না ?
:- তুই দিতে পারলে,আমি পেতে পারবো না কেন ?
: তুই জানিস আমি অন্য কাউকে ভালোবাসি তারপরও
এমন করিস কেন ?
তুই সব সময় আমার ভালো বন্ধু ছিলি আর থাকবি...
: - সেটাইবা কম কি মেঘ?
তুই যে আমায় বন্ধু ভাবিস সেটা আমার কাছে অনেক কিছু...
আচ্ছা যা আজ থেকে আমিও বন্ধু ভাববো...
: এইতো লক্ষী মেয়ে...
এমনি শেষবারের মত কথা হয় মেঘ আর অধরার ...
অধরা বারান্দায় দাড়িয়ে আছে আর এইসব হিবিজিবি ভাবছে...
মেয়েটা অসম্ভব রকম ভালোবাসে মেঘ কে... কিভাবে যেন কি হয়ে গেল,
বন্ধুত্বের মাঝে ভালোবাসা এসে সব থামিয়ে দিলো...
একটা সময় ছিলো মেঘ আর অধরার এর বন্ধুত্বদেখে সবাই ভাবতো,
ওদের মাঝে অন্য কোন সম্পর্ক আছে...
অধরা ভাবতো মেঘই ওকে প্রপোস করবে তাই কখনো বলা হয় নি,
হঠাৎ করে মেঘ একদিন বলে ওদের পাশের পাড়ার এক মেয়েকে নাকি ও অনেক ভালোবাসে,
মেয়েটাও নাকি বাসে...
সেদিন অধরা ওর মনের কথা বলে এতো
কেঁদেছে মেঘ বার বার বন্ধুত্বের দোহাই
দিয়ে সব স্তব্ধ করে দিয়েছিল...
অধরা চোখ মুছে...
আজ দু'মাস হয়ে গেল কিন্তু প্রতিটা দিন এই ছেলেটার কথা ভেবে অনেক কেঁদেছে
অধরা..
বারান্দা থেকে রুমে সে দেখে মেঘ ২৭বার ফোন করেছে...
অধরার এর বুকটা কেঁপে উঠেছে...
এতোবার কল করার তো কথা না,
তাড়াতাড়ি মেঘকে কল ব্যাক করে .....
: - সরি বন্ধু বারান্দায় ছিলাম,তাই রিসিভ করতে পারি নি...
কি হয়েছে তোর ?
: কিছু না... একটু দেখা করতে পারবি ?
: - হ্যা, কোথায় আসবো বল...
: তোর সেই প্রিয় জায়গাটাই ...
তাড়াতাড়ি রেডী হয়ে যায় অধরা,
মেঘ আগেই এসে বসে আছে,
:- কিরে চেহারর কি অবস্থা করে রেখেছিস ?
গার্লফ্রেন্ড কি তোকে জিরো ফিগার
বানাতে বলছে যে,
না খেয়ে খেয়ে শরীরে এই অবস্থা
করছিস ??
: মজা করিস না প্লীজ
:- কি হয়েছে বল ?
: ব্রেকআপ করেছি,
ওর নাকি আমার মতো ছেলে দরকার নাই,
তাই নিজে থেকে চলে এসেছি...
:- তো কি হয়েছে?
আমি কি মরে গেছি...
এতো ভালো বন্ধুটাকে ভুলে গেলি এই
ভাবে ?
আমি সব সময় তোর পাশে আছি...
: আমায় ক্ষমা করে দিস অধরা,
তোকে অনেক কষ্ট দিছি...
:- ক্ষমা তাকে করে যাকে দোষী বলা হয়, তুই আমার কাছে অনেক কিছু...
যাই হোক যা হয়েছে সব ভুলে যা,
আর নিজেকে নিয়ে ভাব...
আবার অগের মতো হয়ে যায় সব কিছু,
মেঘ আর অধরা আবার আগের মত মিশতে শুরু করে...
আজ পহেলা বৈশাখ...
অধরা বুঝে গেছে এই গাধাটা জীবনেও ওকে প্রোপস করবে না...
তাই মনে মনে ভেবে রেখেছে আজ
মেঘকে আবার নতুন করে চাইবে...
তাই সেই বসন্তী সাজে সেজে বের
হয়েছে অধরা,
মেঘ কে বলেছে নীল রঙের শার্টটা পরে আসতে...
ওরা দু’জন পাশাপাশি হাঁটছে...
হঠাৎ অধরা মেঘের সামনে এসে দাড়ায়...
:- আমায় কেমন লাগছে ?
: সুন্দর...
:- শুধু সুন্দর
: না,অনেক সুন্দর...
: মেঘ আমাকে ভালোবাসবি ?
আমি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না...
মেঘ - তুই তো জানিস...
...... কথা শেষ করার আগে মেঘের মুখ চেপে ধরে অধরা...
:- আমাকে কিছু জানতে হবে না,
শুধু জানতে চাইছি ভালোবাসবি কি না...
: তোর হাতটা দে...
...... হাত ধরে হাঁটছে দু’টি স্বপ্নিল প্রজাপতি...
মেঘ কিছু না বলেও সব বলে দিয়েছে...
...... আর ভালোবাসার স্পর্শ পেয়ে অধরার চোখ ভিজে গেছে...
:- মেঘ আমাকে কখনো ছেড়ে যাবি না
তো ?
সত্যি মরে যাবো...
: চুপ, পঁচা মেয়ে... :)
তুই মরার আগে আমি মরে যাবো...
...... আর কিছু বলে না কেউই...
হাত ধরে দু’জন হাঁটতে থাকে অজানার দিকে...
(বিঃদ্রঃ -আমাদের জীবনের সত্যিকারের ভালোবাসাগুলো আমাদের আশেপাশেই থাকে,
শুধু ভালোবাসার চোখ দিয়ে খুঁজে নিতে হয়......)
-------------------------------------------------------------------------------
লেখাঃ Prince Tuhin
Admin: শুধু তোর জন্য