Monday, 27 January 2020

What is SWIFT Code of Bank? Adsense Swift Code, Facebook Instant Articales Swift Code

What is SWIFT Code of Bank? 
Adsense Swift Code, Facebook Instant Articles Swift Code 


The Swift code is a standard bank identification code (BIC) format and is a unique identity code for a particular bank. These codes are used when transferring money to a bank, especially international bank transfers. Banks also use codes to exchange other messages with each other.
The Swift code contains 8 or 11 characters. 8-digit codes refers to the main office. The code has the following format;

AAAA BB CC DDD

Thursday, 23 January 2020

চল আরো একবার ঠকা যাক


https://sudhutorjonno.blogspot.com
চল আরো একবার ঠকা যাক

আজ অনেক দিন পর অফিস থেকে
বেড়িয়ে একজনের সাথে কিছুক্ষণ হাঁটলাম...
হাঁটছি কিন্তু কিছু কথা হচ্ছেনা...
সেও কিছু বলছেনা আমিও...
ওকে সাদা চুরিদারে বেশ ভালোই লাগছিল...
ভাবছিলাম তিনদিনের পরিচয়ে জানলো
কিকরে যে সাদা আমার ফেভারিট কালার!
তারপর ভাবলাম না না ও এমনিই সাদা
রঙের চুরিদার পরে এসেছে....
ওকে বলবো কি "তোমায় খুব ভালো লাগছে"
কিন্তু বলতে পারলাম না,,,,
এই ভবে যে মিছে মিছে ভাবে বসবে
আমি ওকে লাইন মারছি...
হটাৎ পাশ থেকে...
"দিনে কটা সিগারেট খাওয়া হয়"...
কয়েক মূহূর্তের জন্য আমি ভুলেই গেলাম
যে পাশে তুই নেই...
বলেই বসলাম মাত্র একটা আজ এই ফাস্ট
খাচ্ছি, তোকে তো আগেই বলেছি...
মেয়েটা মুখের দিকে তাকালো কিন্তু কিছু
বললনা...
যা ও কি ভাবলে !
পাশ থেকে আবার.....
তুমি খুব কথা কম বলো না?...হ্যাঁ।
যাই হোক কথা কম বললে চলবেনা
আর যারা সিগারেট খায় তাদের আমি
সহ্য করতে পরিনা...
একের পর এক কথা আর সব কথায়
তোর ছোঁযা...
আবার মনে পরে গেল তুই তো না...
ও তো অন্য কেউ...
এবার সেই প্রশ্ন... আচ্ছা ওই "তুই টা কে?"
...কই কেউ না তো !
আমি কিছু শুনতে চাইনা বলতেই হবে...
অনেক জোর করার পর অমি সব বললাম...
আমার বলার প্রায় শেষ তাকিয়ে দেখলাম
মেয়েটার চোখ ছল ছল করছে...
আচ্ছা ওর চোখে জল কেন!!??
ওর ফোন বাজছে... হ্যালো মা রাস্তায় খুব
জ্যাম একটু দেরি হবে... এই এবার ফিরতে
হবে, বুঝতে পারিনি সাতটা বেজে গেছে...
যাওয়ার সময় হাতটা ধরে বললো...
অতীত ভুলে বর্তমানকে গ্রহণ করাই
বুদ্ধিমানের কাজ...নিজেকে একটু সময় দাও
সব ঠিক হয়ে যাবে... ও চলে গেল....
সত্যি তো ঠিকই বলেছে...
তুই তো দিব্বি অন্য জনের সাথে ভালোই
আছিস তাহলে আমি পারবোনা কেন!!!??
নিজেকে সান্তনা দিয়ে ভিতরে ভিতরে
বলতে থাকলাম....
"আমি তোকে তো ভুলেই গেছি...."

-------------------------------------------
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day 
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day

Wednesday, 22 January 2020

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote


অনেকদিন প্রায় দু বছর পর সুমন সেই পুরানো জায়াগায় এসেছে,
কিন্তু হটাৎ কেন এতদিন পর সে এখানে এলো সে নিজেও জানে না।
হটাৎ অফিস থেকে হাফ টাইমে বেড়িয়ে এখানে চলে এসেছে,
এখানে কিছুই নেই... আছে নদীর পার ঘেষা একটা বটগাছ তার
চারদিক দিয়ে কংক্রিটের বেস্টন। জায়গাটায় একটা অন্যরকমের
শান্তভাব সেই জন্যই সুমনের জায়গাটা ছিল প্রিয়।
আগে এখানে সে প্রায়ই আসতো পাখির সাথে।
না না পাখি সুমনের গার্লফ্রেন্ড নয়, পাখি ছিল সুমনের বন্ধু,
খুব কম দিনেরই বন্ধুত্ব তবুও পাখি ছিল সুমনের
ভালো থাকার পাসওয়ার্ড, মুড যতই খারাপ হোক
পাখির ছেলেমানুষির কাছে সব হেরে যেত...

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
-----------------------------------------------------------
যাই হোক সুমনের কাছে ফেরা যাক......
সুমন সেই পুরানো জায়গা বটগাছের তলায় নদীর জলের দিকে
পা ঝুলিয়ে বসে আছে, আর পুরানো জায়গার সাথে নতুন
জায়গার পার্থক্য খুজতে লাগলো। হটাৎ এ চোখে পড়লো
সেই বাচ্ছা ছেলেটার উপর যাকে প্রায়ই দিনই কখনও বাদাম বা
কখনও লজেন্স কিনে দিত। ছেলেটি অনেক বড়ো হয়ে গেছে,
সে এখন নৌকার মাঝি হয়ে গেছে।
মনে পড়ে যাচ্ছে কিভাবে ফেসবুকে পাখির সাথে তার
পরিচয় হয়ে ছিল, কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব অভ্যাসে
পরিনত হয়ে গেছিল।
পাখির কিছু ছেলেমানুষির কথা মনে পড়তেই,
আনমনেই কখন যে হেসে ফেললো সেটা সুমন
বুঝতেই পারলোনা। যেমন হটাৎ জিন্স গুটিয়ে জেলেদের সাথে
মিন ধরতে নেমে যাওয়া, ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে
লুকিয়ে লুকিয়ে দেখা যে সুমন কিভাবে তাকে খুঁজছে,
আর এক সপ্তমির রাতে জোর করে বিয়ার খেয়ে মাথায়
বিয়ের ভুত চেপে যাওয়া যে এখুনি সে সুমনকে বিয়ে করবে
আর সেটাও বাড়িতে ফোন করে জানাবে, যদিও পরদিন
এসব জানতে খুবই লজ্জায় পরে গেছিল পাখি...
এইসব ভাবতে ভাবতে অনেকক্ষন কেটে গেছে।
হটাৎ সুমনের পাখির কিছু না বলে চলে যাওয়ার
কথা ভেবে মন খারাপ হয়ে গেল, যদিও পাখির চলে যাওয়ার
যথেষ্ট কারন ছিল।
পাখি চলে গিয়েছিল রিয়ার জন্য... রিয়া সুমনের গার্লফ্রেন্ড...
যখন পাখির সাথে পরিচয় হয়েছিল তখন রিয়ার সাথে সুমনের ব্রেকআপ
ছিল কিন্তু রিয়া আবার সুমনের জীবনে ফিরে আসে। প্রথমে কিছু সমস্যা
ছিল না কিন্তু কিছুদিন পর থকে রিয়া সুমনকে আর পাখিকে নিয়ে সন্দেহ
করতে থাকে। এটা পাখি বুঝতে পারে আর ঠিক তখনই পাখি সুমনকে
কিছু না জানিয়ে সমস্ত যোগাযোগ কেটে দেয়, সুমন অনেক চেষ্টা করেও
যোগাযোগ করতে পারেনি।
সুমন ভাবছে কেন যে রিয়া ফিরে এসেছিল আর কেনই বা সে রিয়াকে আবার
গ্রহন করেছি! রিয়ে তো সেই আবার ছেড়ে চলে গেল। রিয়া ছেড়ে গেছে
এক বছর হয়েগেছে কিন্তু তাকে সত্যি তেমন মনে পড়ে না, যতটা পাখিকে
মনে পড়ে, পাখির অভাব সুমন খুবই অনুভব করে...
এইসব ভাবতে ভাবতেই সুমন একটা সিগারেট ধরালো,
আবার আকাশ পাতাল ভাবনায় ডুবে গেল.....

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
--------------------------------------------------------------------.
~পিছন থকে কেউ যেন বলল “দিনে কটা সিগারেট লাগছে এখন”।
~পিছন না ফিরেই সুমন উত্তর দিল “আগে ১০টা ছিল কিন্তু এখন ২/৩টে”।
~ও আচ্ছা।
~এবার পিছন ফিরলো সুমন,
আর পিছন ফিরেই অবাক চোখে বলল “তুমি”।
কোথায় ছিলে এতদিন? আরো অনেক কিছু বকতে লাগলো।
~ কোথায় আবার, এখানেই ছিলাম, তোমায় দেখছিলাম।
ছাড়ো বলো তোমার রিয়ার খবর কি?
~রিয়া!!!!? ও আচ্ছা রিয়া...তাকে ইতিহাসের বই এ পাওয়া যাবে।
~মানে? রিয়ার সাথে নাকি তোমার বিয়ে ঠিক ছিল?
~হ্যাঁ, কিন্তু সে হয়তো আমার থকে ভালো কাউকে পেয়ে গেছে,
তাই আমায় আর বিয়ে করেনি।

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
-------------------------------------------------------------
দুজনে অনেক কথা বললো, হাসলো মন খারাপও করলো দুজনে...
এবার পাখি উঠতে চাইলো, সুমন পাখিকে বললো আর একটু থাকো না।
পাখি বলল না, আজ আর সময় নেই।
সুমন বলল আবার কবে দেখা হচ্ছে?
পাখি বললো “আবার যখন দুজন দুজনের দরকার পরবে,
তখন উপরে যিনি বসে আছেন তিনি ঠিক আমাদের
আজকের মতই দেখা করিয়ে দেবে...
ভালো থেকো...
আমায় দরকার পরলে আমায় ঠিক পেয়ে যাবে...
চললাম... এই বলে পাখি চলে গেল... 

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
----------------------------------------------------------
সুমন আবার ভাবনায় ডুবে গেল, আর হটাৎ ই পুরানো দিনের
পাখির কিছু কথা মনে পড়ে গেল...
পাখি বলেছিল...
“কোনদিন যদি আমরা সাথে না থাকি তো ভেবোনা আমরা হারিয়ে গেছি...
যখনই তোমার আমাকে মনে পড়বে,
যখনই তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার পরবে,
তখনই তোমার কাছে আমায় পাবে।
আমাদের বন্ধুতে আমাদের জীবনের সাথেই শেষ হবে
তার আগে নয়... সে আমরা সাথে থাকি আর নাই থাকি...
Promise…”
কথা গুলো মনে পড়তে সুমনের মনে একটা শান্তির ঢেউ
খেলে গেল, আনন্দে মন ভরে গেল।

মনে মনে বলতে লাগলো thank you পাখি thank you...
ক্ষমতা থাকলে তোমায় আমার কাছে বেঁধে রাখতাম
কিন্তু তাতে তোমার Promise টা ভেঙে যেত...
আমায় promise এর আসল মানেটা আজ তুমিই শেখালে,
সাথে বন্ধুত্বের ও।
হয়তো একেই বলে promiseএকেই বলে বন্ধুত্ব…..
--------------------------------------------------------------
গল্পটা তুমিও পড়ছো আমি জানি,
পারলে সবসময়ের জন্য সাথে থেকে যাও......
---------------------------------------------------------------
---------------------------------------------------------------

Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote

Valentines Day 2020, The most beautiful week of the year, Valentine's week or the week of love, The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

The most beautiful week of the year, Valentine's week or the week of love! The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020
https://sudhutorjonno.blogspot.com/2020/01/valentines-day-2020.html
Valentines Day 2020

The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

https://sudhutorjonno.blogspot.com/2020/01/valentines-day-2020.html
Valentines Day 2020
The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

https://sudhutorjonno.blogspot.com/2020/01/valentines-day-2020.html
Valentines Day 2020
The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

The most beautiful week of the year, Valentine's week or the week of love! ... The week of love begins with Rose Day followed by Proposal Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day and end with the Happy Valentines Day, Valentines Day 2020

Monday, 6 February 2017

আদিঅনন্ত



 

আদিঅনন্ত

হঠাৎ ই "আদি" এর আলসেমি ঘুমটা ভাঙিয়ে দিলো
হতচ্ছাড়া ফোনের গ্যাঁ গ্যাঁ করতে থাকা ভাইব্রেশন টা।
আদি চোখ টা ঘুলেই দেখলো হোটাস অ্যাপ এ একটা
আননোন নাম্বার এ পিং “ ওই সয়তান এখনও ঘুমোচ্ছিস?
পুরানো অভ্যেস যায়নি বুঝি।
ডিপি টাতে একটা বেড়ালছানা।
আদির আর বুঝতে দেরী রইলো না এটা কে সেই "অন্তরা"
আজ দুবছর পরেও কথার ভাজ টা যেনো মনে হলো
কাল রাতেই মনে হয় শেষ কথা হয়েছে,
মাঝখানে এতো বড়ো গ্যাপ সেটা যেনো কিছুই না।
আদিও উত্তর করলো -- তুই ও তো সেই একই আছিস,
তোর শয়তান বলাটা একইরকম রয়ে গেছে,
তোর সেই বিড়াল ছানা ( তোর ভাষায় পুষি)
এসব এর প্রতি ভালোবাসা আজও একইরকম।
তা কেমন করে ঘুমের ওভ্যাস পাল্টাতে পারি বল পাগলি!
সঙ্গে সঙ্গে ব্লু টিক দেখতে পেলো আদি, একটা smiley এলো,
আবার টাইপিং.... ম্যাসেজ এল...
তুই তো সেই আগের মতে পাগলি বলে ডাকলি।  
আদিও লিখে ফেললো চটপট--পাগলি কে কি আর ভালো বলা যায় ??  
ওপাশ থেকে উত্তর এলো--তা উঠলি নাকি; এখনও ল্যাদ খাচ্ছিস -??
এপাশ থেকে সেন্ড হলো--না রে তুই জানিস - আমার প্রিয় খাদ্য "ল্যাদ"...
আবার ব্লু টিক দেখতে পেলো আদি,  তারপর আবার টাইপিং  ::: হুমমম।
আদির টাইপ করলো--কেমন আছিস--তারপর ভাবলো এটা বোকাবোকা;
নিশ্চই ভালো আছে নাহলে বকবক করতো না,
সুতরাং ওটা মুছে ফেলে লিখলো-- তা তুই কি করছিস -??
ওপাশ থেকে রিপ্লাই এলো--এই স্নান সেরে কফি হাতে
ব্যালকনিতে ব্যস্ত আছি তোর চ্যাটে।
আদি এর উচ্ছাসিত উত্তর গেলো সঙ্গে সঙ্গে—
বাবা কবিত্ব টা তো তোর রয়েই গেছে,  নিশ্চই তোর চুলের প্রতি
ফোটা জল তোর ব্যলকনি এর মেঝে তে টুপটাপ ছন্দে ঝরে পড়ছে,
আর সূর্যের রশ্মিতে চিকচিক করে উঠছে।
ওপাশ থেকে উত্তর এলো--বাবা কতো বুঝিস,
যেনো আমার পাশে দাড়িয়ে আছিস।
এপাশের টাইপিং--আচ্ছা;  নেই নাকি-??
ওপাশ এর ম্যাসেজ--হুম আমার ফোনের পাশে আছিস,
আদিও হাসতে হাসতে লিখতে যাবে ( সে তুই যাই বল আমি তো আছি নাকি)
হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে গেলো,
চোখ টা খুলেই দেখে যে "রিয়া" আদি এর ভাবি "বৌ" এসে ডাকছে—
 আর কতো ঘুমোবে;  আজ না কালীঘাট এ পূজো দিতে যাওয়ার কথা;
আমি চলে এলাম;  কি যে করো না;  কত যে ঘুমাও না...
আরও কত কি না বলছিলো রিয়া,
আদি সেগুলো ভালো করে শুনতে পায়নি।
খানিক বসে থেকে টাওয়াল টা নিয়ে বাথরুম এ চলে যায়।
কুমোটে বশে ব্রাস নিয়ে ভাবতে থাকে আকাশ পাতাল।  
সত্যি তবে স্বপ্নে এসেছিলো অন্তরা নাকি সত্যি—
হাসিমাখা অবাক মুখে আদি মুচকি হেসে
মনে মনেই বিড়বিড় করতে থাকে—
পাগলি রে তুই আমার "ভিনদেশি আকাশের তারা" হলেও
তুই চিরকাল আমার পাগলি আমি জানি;
আর আমিও তোর শয়তান চিরকাল থাকবো,
হয়তো আমিও আকাশের তারা হয়ে তোর পাশে গিয়ে একদিন মিশবো।  
আবার বাথরুম এর দরজায় ঠকঠকানি "আদি" হ্যালো দেরী হচ্ছে আমাদের।
আদিও নিজেকে সামলে নিয়ে বেশ জোর গলায় বললো---
আসছি আসছি হয়ে গেছে....
গাড়ির কাছে wait করো আর ১০ মিনিট এ আসছি...
চলো চলো.....


Sudhu Tor Jonno