![]() |
চল আরো একবার ঠকা যাক |
আজ অনেক দিন পর অফিস থেকে
বেড়িয়ে একজনের সাথে কিছুক্ষণ হাঁটলাম...
হাঁটছি কিন্তু কিছু কথা হচ্ছেনা...
সেও কিছু বলছেনা আমিও...
ওকে সাদা চুরিদারে বেশ ভালোই লাগছিল...
ভাবছিলাম তিনদিনের পরিচয়ে জানলো
কিকরে যে সাদা আমার ফেভারিট কালার!
তারপর ভাবলাম না না ও এমনিই সাদা
রঙের চুরিদার পরে এসেছে....
ওকে বলবো কি "তোমায় খুব ভালো লাগছে"
কিন্তু বলতে পারলাম না,,,,
এই ভবে যে মিছে মিছে ভাবে বসবে
আমি ওকে লাইন মারছি...
হটাৎ পাশ থেকে...
"দিনে কটা সিগারেট খাওয়া হয়"...
কয়েক মূহূর্তের জন্য আমি ভুলেই গেলাম
যে পাশে তুই নেই...
বলেই বসলাম মাত্র একটা আজ এই ফাস্ট
খাচ্ছি, তোকে তো আগেই বলেছি...
মেয়েটা মুখের দিকে তাকালো কিন্তু কিছু
বললনা...
যা ও কি ভাবলে !
পাশ থেকে আবার.....
তুমি খুব কথা কম বলো না?...হ্যাঁ।
যাই হোক কথা কম বললে চলবেনা
আর যারা সিগারেট খায় তাদের আমি
সহ্য করতে পরিনা...
একের পর এক কথা আর সব কথায়
তোর ছোঁযা...
আবার মনে পরে গেল তুই তো না...
ও তো অন্য কেউ...
এবার সেই প্রশ্ন... আচ্ছা ওই "তুই টা কে?"
...কই কেউ না তো !
আমি কিছু শুনতে চাইনা বলতেই হবে...
অনেক জোর করার পর অমি সব বললাম...
আমার বলার প্রায় শেষ তাকিয়ে দেখলাম
মেয়েটার চোখ ছল ছল করছে...
আচ্ছা ওর চোখে জল কেন!!??
ওর ফোন বাজছে... হ্যালো মা রাস্তায় খুব
জ্যাম একটু দেরি হবে... এই এবার ফিরতে
হবে, বুঝতে পারিনি সাতটা বেজে গেছে...
যাওয়ার সময় হাতটা ধরে বললো...
অতীত ভুলে বর্তমানকে গ্রহণ করাই
বুদ্ধিমানের কাজ...নিজেকে একটু সময় দাও
সব ঠিক হয়ে যাবে... ও চলে গেল....
সত্যি তো ঠিকই বলেছে...
তুই তো দিব্বি অন্য জনের সাথে ভালোই
আছিস তাহলে আমি পারবোনা কেন!!!??
নিজেকে সান্তনা দিয়ে ভিতরে ভিতরে
বলতে থাকলাম....
"আমি তোকে তো ভুলেই গেছি...."
-------------------------------------------
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day
চল আরো একবার ঠকা যাক, anugolpo, bengali, facebook, facebook.com/sdutj, friend, friendship, golpo, love, story, sudhu tor jonno, অনুগল্প, sudhutorjonno.blogspot.com, Happy Valentines Day, Hug Day, Proposal Day, quote, Rose Day
No comments:
Post a Comment
thanks for your comment