এক জায়গায় বেশীদিন
থাকতে পারে না।
কারো মনেই সেটা
দীর্ঘস্থায়ীভাবে বসবাসও করে না৷
সামান্য কিছু হলেই
স্থান পরিবর্তন করতে দ্বিধাবোধ করেনা!
কিছুদিন এর মনে তো
কিছুদিন পর ওর মনে
আবার কিছুদিন পর আরেকজনের মনে,
এভাবেই বসতি গড়ে চলে, অবিরাম নিরবধি...
আবার কিছুদিন পর আরেকজনের মনে,
এভাবেই বসতি গড়ে চলে, অবিরাম নিরবধি...
পান থকে চুন কসলো তো টাটা বাই বাই।
মানুষ পরিবর্তণ
সাথে ফোনের সিম কার্ড পরিবর্তণ।
আবার নতুন মানুষ, নতুন সিম।আজকালকার প্রেম এ মন ভাঙে কম সিম কার্ড ভাঙে বেশী...
শুধু শারীরিক
কামনা, কামনা মিটে গেলেই
ভালবাসা জানলা দিয়ে
পালায়।
অনেকটা চুইনগাম এর
মত যতক্ষন
মিষ্টিভাবআছে
ততক্ষন চিবাও ,
তার পর ফেলে আর
একটা নতুন চুইনগাম মুখে দাও...
নাটক ছাড়া আর কিছু নেই.... লেখাঃ শুধু তোর জন্য
No comments:
Post a Comment
thanks for your comment