Monday, 6 February 2017

আদিঅনন্ত



 

আদিঅনন্ত

হঠাৎ ই "আদি" এর আলসেমি ঘুমটা ভাঙিয়ে দিলো
হতচ্ছাড়া ফোনের গ্যাঁ গ্যাঁ করতে থাকা ভাইব্রেশন টা।
আদি চোখ টা ঘুলেই দেখলো হোটাস অ্যাপ এ একটা
আননোন নাম্বার এ পিং “ ওই সয়তান এখনও ঘুমোচ্ছিস?
পুরানো অভ্যেস যায়নি বুঝি।
ডিপি টাতে একটা বেড়ালছানা।
আদির আর বুঝতে দেরী রইলো না এটা কে সেই "অন্তরা"
আজ দুবছর পরেও কথার ভাজ টা যেনো মনে হলো
কাল রাতেই মনে হয় শেষ কথা হয়েছে,
মাঝখানে এতো বড়ো গ্যাপ সেটা যেনো কিছুই না।
আদিও উত্তর করলো -- তুই ও তো সেই একই আছিস,
তোর শয়তান বলাটা একইরকম রয়ে গেছে,
তোর সেই বিড়াল ছানা ( তোর ভাষায় পুষি)
এসব এর প্রতি ভালোবাসা আজও একইরকম।
তা কেমন করে ঘুমের ওভ্যাস পাল্টাতে পারি বল পাগলি!
সঙ্গে সঙ্গে ব্লু টিক দেখতে পেলো আদি, একটা smiley এলো,
আবার টাইপিং.... ম্যাসেজ এল...
তুই তো সেই আগের মতে পাগলি বলে ডাকলি।  
আদিও লিখে ফেললো চটপট--পাগলি কে কি আর ভালো বলা যায় ??  
ওপাশ থেকে উত্তর এলো--তা উঠলি নাকি; এখনও ল্যাদ খাচ্ছিস -??
এপাশ থেকে সেন্ড হলো--না রে তুই জানিস - আমার প্রিয় খাদ্য "ল্যাদ"...
আবার ব্লু টিক দেখতে পেলো আদি,  তারপর আবার টাইপিং  ::: হুমমম।
আদির টাইপ করলো--কেমন আছিস--তারপর ভাবলো এটা বোকাবোকা;
নিশ্চই ভালো আছে নাহলে বকবক করতো না,
সুতরাং ওটা মুছে ফেলে লিখলো-- তা তুই কি করছিস -??
ওপাশ থেকে রিপ্লাই এলো--এই স্নান সেরে কফি হাতে
ব্যালকনিতে ব্যস্ত আছি তোর চ্যাটে।
আদি এর উচ্ছাসিত উত্তর গেলো সঙ্গে সঙ্গে—
বাবা কবিত্ব টা তো তোর রয়েই গেছে,  নিশ্চই তোর চুলের প্রতি
ফোটা জল তোর ব্যলকনি এর মেঝে তে টুপটাপ ছন্দে ঝরে পড়ছে,
আর সূর্যের রশ্মিতে চিকচিক করে উঠছে।
ওপাশ থেকে উত্তর এলো--বাবা কতো বুঝিস,
যেনো আমার পাশে দাড়িয়ে আছিস।
এপাশের টাইপিং--আচ্ছা;  নেই নাকি-??
ওপাশ এর ম্যাসেজ--হুম আমার ফোনের পাশে আছিস,
আদিও হাসতে হাসতে লিখতে যাবে ( সে তুই যাই বল আমি তো আছি নাকি)
হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে গেলো,
চোখ টা খুলেই দেখে যে "রিয়া" আদি এর ভাবি "বৌ" এসে ডাকছে—
 আর কতো ঘুমোবে;  আজ না কালীঘাট এ পূজো দিতে যাওয়ার কথা;
আমি চলে এলাম;  কি যে করো না;  কত যে ঘুমাও না...
আরও কত কি না বলছিলো রিয়া,
আদি সেগুলো ভালো করে শুনতে পায়নি।
খানিক বসে থেকে টাওয়াল টা নিয়ে বাথরুম এ চলে যায়।
কুমোটে বশে ব্রাস নিয়ে ভাবতে থাকে আকাশ পাতাল।  
সত্যি তবে স্বপ্নে এসেছিলো অন্তরা নাকি সত্যি—
হাসিমাখা অবাক মুখে আদি মুচকি হেসে
মনে মনেই বিড়বিড় করতে থাকে—
পাগলি রে তুই আমার "ভিনদেশি আকাশের তারা" হলেও
তুই চিরকাল আমার পাগলি আমি জানি;
আর আমিও তোর শয়তান চিরকাল থাকবো,
হয়তো আমিও আকাশের তারা হয়ে তোর পাশে গিয়ে একদিন মিশবো।  
আবার বাথরুম এর দরজায় ঠকঠকানি "আদি" হ্যালো দেরী হচ্ছে আমাদের।
আদিও নিজেকে সামলে নিয়ে বেশ জোর গলায় বললো---
আসছি আসছি হয়ে গেছে....
গাড়ির কাছে wait করো আর ১০ মিনিট এ আসছি...
চলো চলো.....


Sudhu Tor Jonno 

No comments:

Post a Comment

thanks for your comment