অনেকদিন প্রায় দু বছর পর সুমন সেই পুরানো জায়াগায় এসেছে,
কিন্তু হটাৎ কেন এতদিন পর সে এখানে এলো সে নিজেও জানে না।
হটাৎ অফিস থেকে হাফ টাইমে বেড়িয়ে এখানে চলে এসেছে,
এখানে কিছুই নেই... আছে নদীর পার ঘেষা একটা বটগাছ তার
চারদিক দিয়ে কংক্রিটের বেস্টন। জায়গাটায় একটা অন্যরকমের
শান্তভাব সেই জন্যই সুমনের জায়গাটা ছিল প্রিয়।
আগে এখানে সে প্রায়ই আসতো পাখির সাথে।
না না পাখি সুমনের গার্লফ্রেন্ড নয়, পাখি ছিল সুমনের বন্ধু,
খুব কম দিনেরই বন্ধুত্ব তবুও পাখি ছিল সুমনের
ভালো থাকার পাসওয়ার্ড, মুড যতই খারাপ হোক
পাখির ছেলেমানুষির কাছে সব হেরে যেত...
Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
-----------------------------------------------------------
যাই হোক সুমনের কাছে ফেরা যাক......
সুমন সেই পুরানো জায়গা বটগাছের তলায় নদীর জলের দিকে
পা ঝুলিয়ে বসে আছে, আর পুরানো জায়গার সাথে নতুন
জায়গার পার্থক্য খুজতে লাগলো। হটাৎ এ চোখে পড়লো
সেই বাচ্ছা ছেলেটার উপর যাকে প্রায়ই দিনই কখনও বাদাম বা
কখনও লজেন্স কিনে দিত। ছেলেটি অনেক বড়ো হয়ে গেছে,
সে এখন নৌকার মাঝি হয়ে গেছে।
মনে পড়ে যাচ্ছে কিভাবে ফেসবুকে পাখির সাথে তার
পরিচয় হয়ে ছিল, কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব অভ্যাসে
পাখির কিছু ছেলেমানুষির কথা মনে পড়তেই,
আনমনেই কখন যে হেসে ফেললো সেটা সুমন
বুঝতেই পারলোনা। যেমন হটাৎ জিন্স গুটিয়ে জেলেদের সাথে
মিন ধরতে নেমে যাওয়া, ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে
লুকিয়ে লুকিয়ে দেখা যে সুমন কিভাবে তাকে খুঁজছে,
আর এক সপ্তমির রাতে জোর করে বিয়ার খেয়ে মাথায়
বিয়ের ভুত চেপে যাওয়া যে এখুনি সে সুমনকে বিয়ে করবে
আর সেটাও বাড়িতে ফোন করে জানাবে, যদিও পরদিন
এসব জানতে খুবই লজ্জায় পরে গেছিল পাখি...
এইসব ভাবতে ভাবতে অনেকক্ষন কেটে গেছে।
হটাৎ সুমনের পাখির কিছু না বলে চলে যাওয়ার
কথা ভেবে মন খারাপ হয়ে গেল, যদিও পাখির চলে যাওয়ার
পাখি চলে গিয়েছিল রিয়ার জন্য... রিয়া সুমনের গার্লফ্রেন্ড...
যখন পাখির সাথে পরিচয় হয়েছিল তখন রিয়ার সাথে সুমনের ব্রেকআপ
ছিল কিন্তু রিয়া আবার সুমনের জীবনে ফিরে আসে। প্রথমে কিছু সমস্যা
ছিল না কিন্তু কিছুদিন পর থকে রিয়া সুমনকে আর পাখিকে নিয়ে সন্দেহ
করতে থাকে। এটা পাখি বুঝতে পারে আর ঠিক তখনই পাখি সুমনকে
কিছু না জানিয়ে সমস্ত যোগাযোগ কেটে দেয়, সুমন অনেক চেষ্টা করেও
সুমন ভাবছে কেন যে রিয়া ফিরে এসেছিল আর কেনই বা সে রিয়াকে আবার
গ্রহন করেছি! রিয়ে তো সেই আবার ছেড়ে চলে গেল। রিয়া ছেড়ে গেছে
এক বছর হয়েগেছে কিন্তু তাকে সত্যি তেমন মনে পড়ে না, যতটা পাখিকে
মনে পড়ে, পাখির অভাব সুমন খুবই অনুভব করে...
এইসব ভাবতে ভাবতেই সুমন একটা সিগারেট ধরালো,
আবার আকাশ পাতাল ভাবনায় ডুবে গেল.....
Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
--------------------------------------------------------------------.
~পিছন থকে কেউ যেন বলল “দিনে কটা সিগারেট লাগছে এখন”।
~পিছন না ফিরেই সুমন উত্তর দিল “আগে ১০টা ছিল কিন্তু এখন ২/৩টে”।
আর পিছন ফিরেই অবাক চোখে বলল “তুমি”।
কোথায় ছিলে এতদিন? আরো অনেক কিছু বকতে লাগলো।
~ কোথায় আবার, এখানেই ছিলাম, তোমায় দেখছিলাম।
ছাড়ো বলো তোমার রিয়ার খবর কি?
~রিয়া!!!!? ও আচ্ছা রিয়া...তাকে ইতিহাসের বই এ পাওয়া যাবে।
~মানে? রিয়ার সাথে নাকি তোমার বিয়ে ঠিক ছিল?
~হ্যাঁ, কিন্তু সে হয়তো আমার থকে ভালো কাউকে পেয়ে গেছে,
তাই আমায় আর বিয়ে করেনি।
Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
-------------------------------------------------------------
দুজনে অনেক কথা বললো, হাসলো মন খারাপও করলো দুজনে...
এবার পাখি উঠতে চাইলো, সুমন পাখিকে বললো আর একটু থাকো না।
পাখি বলল না, আজ আর সময় নেই।
সুমন বলল আবার কবে দেখা হচ্ছে?
পাখি বললো “আবার যখন দুজন দুজনের দরকার পরবে,
তখন উপরে যিনি বসে আছেন তিনি ঠিক আমাদের
আজকের মতই দেখা করিয়ে দেবে...
আমায় দরকার পরলে আমায় ঠিক পেয়ে যাবে...
চললাম... এই বলে পাখি চলে গেল...
Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote
----------------------------------------------------------
সুমন আবার ভাবনায় ডুবে গেল, আর হটাৎ ই পুরানো দিনের
পাখির কিছু কথা মনে পড়ে গেল...
“কোনদিন যদি আমরা সাথে না থাকি তো ভেবোনা আমরা হারিয়ে গেছি...
যখনই তোমার আমাকে মনে পড়বে,
যখনই তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার পরবে,
তখনই তোমার কাছে আমায় পাবে।
আমাদের বন্ধুতে আমাদের জীবনের সাথেই শেষ হবে
তার আগে নয়... সে আমরা সাথে থাকি আর নাই থাকি...
কথা গুলো মনে পড়তে সুমনের মনে একটা শান্তির ঢেউ
খেলে গেল, আনন্দে মন ভরে গেল।
মনে মনে বলতে লাগলো thank you পাখি thank you...
ক্ষমতা থাকলে তোমায় আমার কাছে বেঁধে রাখতাম
কিন্তু তাতে তোমার Promise টা ভেঙে যেত...
আমায় promise এর আসল মানেটা আজ তুমিই শেখালে,
হয়তো একেই বলে promiseএকেই বলে বন্ধুত্ব…..
--------------------------------------------------------------
গল্পটা তুমিও পড়ছো আমি জানি,
পারলে সবসময়ের জন্য সাথে থেকে যাও......
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
Promise, অনুগল্প, quote, bengali quote, sudhu tor jonno quote